thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সুচিত্রা সেন স্মরণে শিল্পকলা একাডেমির বছরব্যাপী কর্মসূচি

২০১৪ জানুয়ারি ২৫ ১২:২০:৫৬
সুচিত্রা সেন স্মরণে শিল্পকলা একাডেমির বছরব্যাপী কর্মসূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

এ সব কর্মসূচির মধ্যে রয়েছে, পাবনায় সুচিত্রা সেনের বাড়ি উদ্ধার করে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা নির্মাণ, সুচিত্রা সেনকে নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশ ও চলচ্চিত্র উৎসব। এ ছাড়া ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে সুচিত্রা সেন গ্যালারি স্থাপন, দেশের ১০ জন বিখ্যাত শিল্পীকে দিয়ে সুচিত্রা সেনের প্রতিকৃতি অঙ্কনের মতো কর্মসূচি হাতে নিয়েছে শিল্পকলা একাডেমি।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী শনিবার সকালে দ্য রিপোর্টকে এ সব তথ্য জানান। এ সব কর্মসূচি বাস্তবায়নে আগামী সপ্তাহ থেকেই শিল্পকলা একাডেমি কাজ শুরু করবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/ এমএ/ এমএ/ এমডি/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর