thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

শান্তি আলোচনায় মুখোমুখি বসেছে সিরিয়ার দুই পক্ষ

২০১৪ জানুয়ারি ২৫ ১২:৩৭:৩৯
শান্তি আলোচনায় মুখোমুখি বসেছে সিরিয়ার দুই পক্ষ

দ্য রিপোর্ট ডেস্ক : জেনেভা শান্তি আলোচনার প্রথম দিন সরাসরি কোনো কথা না হলেও সিরিয়ার বিরোধী দল ও সরকার শনিবার একই ঘরে আলোচনায় বসেছে।

জাতিসংঘের দূত লাখদার ব্রাহিমি শুক্রবার দুই পক্ষের সঙ্গে কথা বলে জানিয়েছেন, তারা বুঝতে পারছে এই সম্মেলন সিরিয়াকে বাঁচানোর চেষ্টা থেকে আয়োজন করা হয়েছে।

তবে সিরিয়ার সরকার ও বিরোধী উভয় পক্ষই আলোচনা না আগানোর জন্য একে অপরকে দায়ী করছে।

কূটনৈতিকরা বলছেন পুরো দেশের চেয়ে এলাকাভিত্তিক শান্তি উন্নয়নের দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, উভয় পক্ষই পরের ৪৮ ঘণ্টায় অবরুদ্ধ হোমস শহরে প্রবেশের ব্যাপারে কথা বলতে একমত হয়েছে। যদি সরকার পক্ষ কোনো বাঁধা না দেয় তাহলে দ্রুতই এ ব্যাপারে কাজ করা যাবে বলেও জানিয়েছে তারা।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকরা এক বছরের বেশি সময় ধরে হোমস শহরের কেন্দ্রীয় এলাকায় বিদ্রোহীদের অবরুদ্ধ করে রেখেছে।

সম্মেলনের বিষয় নিয়ে বিরোধী দল ও সরকার পক্ষে স্পষ্টতই পার্থক্য রয়েছে। সরকার পক্ষ বলছে কথা বলার প্রধান বিষয় হওয়া উচিত বিদেশি সহযোগিতায় যে সহিংসতা হচ্ছে তা নিয়ে।

অপরদিকে বিরোধী দল জোর দিচ্ছে জেনেভা-১ প্রজ্ঞাপনের দিকে। যে প্রজ্ঞাপনে সিরিয়া সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বর্তমান সরকারের সঙ্গে বিরোধী ও অন্যান্য গ্রুপের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর