thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

কওমি শিক্ষা কর্তৃপক্ষ আইন অনুমোদনের দাবি

২০১৩ নভেম্বর ০১ ১৯:১৪:৩৭
কওমি শিক্ষা কর্তৃপক্ষ আইন অনুমোদনের দাবি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : কওমি মাদরাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির দাবি জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা। এ জন্য ‘বাংলাদেশ কওমি শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’-এর সংশোধিত খসড়া অনতিবিলম্বে মন্ত্রিসভায় অনুমোদনের আহবান জানানো হয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে মাদরাসা বোর্ডটির নেতারা এ দাবি জানান।

বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমিন বলেন, ‘স্বাতন্ত্র্য ও স্বকীয়তা বজায় রেখে কওমি মাদরাসার সনদের সরকারি স্বীকৃতি দিতে হবে। কোনো ব্যক্তি বিশেষের অসত্য তথ্য ও হুমকির কারণে সরকার যদি কওমি সনদের স্বীকৃতি থেকে পিছিয়ে যায় সরকার ক্ষতির মধ্যে পড়বে।’

রুহুল আমীন বলেন, ‘শনিবার রাজধানীতে গণঅবস্থান কর্মসূচি পালন করতে আমরা প্রসাশনের কাছে আবেদন করেছি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে আমরা প্রশাসনের অনুমতির অপেক্ষায় আছি।’

লিখিত বক্তব্যে মাওলানা শোয়াইব ইবরাহীম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা কওমি মাদরাসার সনদের স্বীকৃতির দাবি জানিয়েছে আসছি। আমরা চাই সরকার দ্রুত কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দেবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘একটি মহল এই স্বীকৃতির বিরোধিতা করছেন। তারা এই দাবি বাস্তবায়নে গঠিত কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। যারা বিরোধিতা করছেন তাদের কাছে প্রশ্ন- কওমি আলেমদের সুপারিশ ও শর্ত মেনে সরকার যদি স্বীকৃতি দেয় তবে আপত্তি কোথায়?’

তবে তিনি এ কথাও বলেন, ‘কওমি আলেমদের শর্ত ও সুপারিশ না মেনে স্বীকৃতি দিলে সে স্বীকৃতি তাদের প্রয়োজন নেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমীন, সহ-সভাপতি কাবীরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব শোয়াইব ইবরাহীম, মুফতি মো. তাসনীম ।

(দিরিপোর্ট২৪/কাওসার/আইজেকে/এমডি/নভেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর