thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

ভারতের নির্বাচনে জনমত জরিপে এগিয়ে বিজেপি

২০১৪ জানুয়ারি ২৫ ১৩:২৫:২৩
ভারতের নির্বাচনে জনমত জরিপে এগিয়ে বিজেপি

কলকাতা প্রতিনিধি : ২০১৪ সালে অনুষ্ঠিতব্য ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও এরইমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচন নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা। তবে এক জনমত জরিপে দেখা গেছে এগিয়ে আছে বিজেপি।

বর্তমান বিরোধী দল বিজেপির দাবি, মোদি-ঝড়ে ভর করে ১০ বছর পর দিল্লি দখল করবে তারা৷ উল্টোদিকে, কংগ্রেসের আশা রাহুল জাদুতে ভর করে তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গঠন করবে ইউপিএ৷

অন্যদিকে দিল্লিতে বিধানসভা নির্বাচনে জয়ের পর গোটা দেশেও ছাপ ফেলতে তৎপর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷এ ছাড়াও ভোট বাজারে আছেন মমতা-মায়াবতী-জয়ললিতা-মুলায়ম-নীতীশ-নবীন-কারাটরাও৷

কী হতে পারে লোকসভা নির্বাচনের ফল? তা নিয়ে ভারতের বড় বড় গণমাধ্যম সমীক্ষা সংস্থাদের নিয়ে কাউন্ট ডাউন শুরু করে দিয়েছেন৷ দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএনএন, আইবিএন ও সিএসডিএস যৌথ জনমত সমীক্ষা করেছে।

ভারতের সর্বমোট ৫৩৩টি আসনের মধ্যে বর্তমানে লোকসভায় বিজেপি, শিবসেনা ও শিরোমণি অকালি দল অর্থাৎ এনডিএ-র সদস্য সংখ্যা ১২৭৷ সিএনএন, আইবিএন ও সিএসডিএস-এর যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী ২০১৪ সালের নির্বাচনে তারা ১৫২ থেকে ২০১টি আসন পেতে পারে৷

৫৩৩টি আসনের মধ্যে বর্তমানে লোকসভায় কংগ্রেসের সাংসদ সংখ্যা ২০৪৷ সহযোগী এনসিপি’র ৯টি আসন নিয়ে তাদের মোট শক্তি ২১৩৷ সিএনএন, আইবিএন ও সিএসডিএস-এর যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী, ২০১৪ সালে ৪৪৭টি আসনের মধ্যে তারা ৫৪ থেকে ১১১টি আসন পেতে পারে৷

৫৩৩টি আসনের মধ্যে বর্তমানে বামদের সাংসদ সংখ্যা ২৪৷ ৪৪৭টি আসনে সিএনএন, আইবিএন ও সিএসডিএস-এর যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী, ২০১৪ সালে তারা ৯ থেকে ২১টি আসন পেতে পারে৷

প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ে আম আদমি পার্টি ৪৪৭টি আসনের মধ্যে ৪ থেকে ৬টি আসন পেতে পারে বলে সিএনএন, আইবিএন ও সিএসডিএস -এর যৌথ জনমত সমীক্ষায় উঠে এসেছে৷ সমীক্ষা অনুযায়ী, বাকি আসনগুলি বিভিন্ন আঞ্চলিক দল ও স্বতন্ত্র প্রার্থী পেতে পারে।

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/আরকে/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর