thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জাবি শিক্ষক সমিতির মানববন্ধন

২০১৪ জানুয়ারি ২৫ ১৩:৩৫:৩৭
জাবি শিক্ষক সমিতির মানববন্ধন

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি ড. গোলাম মইনুদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাবি শিক্ষক সমিতি। শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকরা অভিযুক্ত ছাত্র মামুন খানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ড. গোলাম মইনুদ্দিন দ্য রিপোর্টকে বলেন, এই শিক্ষার্থী আগেও আমার ওপর আক্রমণ করেছে। কিন্তু প্রশাসন বিচার করছে না।

মানববন্ধনে মামুন খানের বিচার দাবি করে পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক জামাল উদ্দিন রুনু বলেন, ছাত্র নামের ওই সন্ত্রাসী আমাদের এক সহকর্মীকে লাঞ্ছিত করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রকে আজীবন বহিষ্কার, ছাত্রত্ব বাতিল করে রাষ্ট্রীয় আইনে বিচার করতে হবে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শরিফ উদ্দিন ও বিভিন্ন বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএস/ইইউ/এএস/আরকে/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর