thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

দক্ষিণ সুদানে যুদ্ধবিরতির পরও সংঘাত চলছে : জাতিসংঘ

২০১৪ জানুয়ারি ২৫ ১৪:২৫:১০
দক্ষিণ সুদানে যুদ্ধবিরতির পরও সংঘাত চলছে : জাতিসংঘ

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানে দুইপক্ষের যুদ্ধবিরতির পরও সংঘাত চলছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার একটি হোটেলে বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও দেশটিতে সংঘাত চলার অভিযোগ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের উপ মুখপাত্র ফারহান হক জানান, দক্ষিণ সুদানের জাতিসংঘ মিশন জানিয়েছে শনিবার দেশটির বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন সংঘাতের খবর পাওয়া গেছে।

বিদ্রোহীদের মুখপাত্র লুল রুয়াই কোং জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে থেকেই জঙ্গলেই প্রদেশে সেনাবাহিনী হামলা চালিয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও তা অব্যাহত রয়েছে।

এদিকে সেনাবাহিনী মুখপাত্র ফিলিপ আগুয়ার জানান, জঙ্গলেই প্রদেশে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কোনো সংঘাতের খবর তাদের কাছে নেই।

গত বছরের ডিসেম্বরে নুয়ের সম্প্রদায়ের ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত বিদ্রোহীরা ক্ষমতা দখলের জন্য দিনকা সম্প্রদায়ের প্রেসিডেন্ট সালভা কিরের ওপর হামলা চালালে এ সংঘাত শুরু হয়। পরে সংঘাত দুই সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পরে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী এই সংঘাতে এক হাজারেরও বেশি মানুষ নিহত ও ৭০ হাজার মানুষ বাস্তুহারা হয়েছেন। (সূত্র: এএফপি, বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর