thereport24.com
ঢাকা, সোমবার, ১০ মার্চ 25, ২৫ ফাল্গুন ১৪৩১,  ১০ রমজান 1446

চট্টগ্রামে দোকান কর্মচারী খুন

২০১৪ জানুয়ারি ২৫ ১৪:৩৫:২২
চট্টগ্রামে দোকান কর্মচারী খুন

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে শ্বাসরোধ করে মো. মনজিল (১৮) নামে এক দোকান কর্মচারীকে খুন করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল সাড়ে ১০টায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নগরীর চান্দগাঁও থানার মৌলভীবাজার এলাকায় লোহার তৈরি জিনিসপত্র বিক্রির দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের ধারণা শুক্রবার রাতে এ ওই কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দোকানের মালিক নিহত মনজিলের দুলাভাই মো. বশিরের। সে ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। তার বাড়ি বরিশাল। সে প্রতিদিন রাতে ওই দোকানে ঘুমাত। শুক্রবার রাতের কোন এক সময়ে কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনার সতত্যা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শনিবার খবর পেয়ে মনজিলের মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাকে-মুখে রক্তের দাগ রয়েছে।

(দ্য রিপোর্ট/ ইইউ/ জানুয়ারি, ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর