thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিবাদ করতে হবে’

২০১৪ জানুয়ারি ২৫ ১৫:২৩:৩০
‘মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিবাদ করতে হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম. আমির-উল-ইসলাম বলেছেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিবাদ করেছিলেন ড. মার্টিন লুথার কিং জুনিয়র। আমাদেরও মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিবাদ করতে হবে। সংবিধানে উল্লিখিত মানবতার অধিকার আমাদের অর্জন করতে হবে। এ জন্য প্রয়োজনে আরও লংমার্চ করতে হবে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ওই সভায় অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবান মাহমুদ শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি না দিয়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

সাবান মাহমুদ বলেন, ‘আমাদের দেশের রাজনীতিতে অশান্তি বিরাজ করছে। যখনই দেশ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাওয়া শুরু করেছে, তখনই মৌলবাদী গোষ্ঠী দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করছে।’
ড. মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিনি (ইউনূস) শান্তির জন্য কোনো কাজ করেন না। উল্টো তিনি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে কাজ করছেন। তিনি খালেদা জিয়াকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উস্কানি দিয়েছেন।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের পৃথক করার অপচেষ্টা চলছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শে ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার দিকে এগিয়ে যাব।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বলেন, ‘আমাদের দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা সংখ্যালঘু নয়। সংখ্যালঘু হলো জামায়াত-শিবির।’

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ. জলিলের পরিচালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, কবি মো. আব্দুল খালেক, দৈনিক ভোরের সময়ের উপদেষ্টা নওশের আলী, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএ/ এমডি/এনআই/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর