thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

‘খালেদা জিয়া পাকিস্তান-আফগানিস্তানগামী ট্রেনে উঠেছেন’

২০১৪ জানুয়ারি ২৫ ১৭:০৪:১০
‘খালেদা জিয়া পাকিস্তান-আফগানিস্তানগামী ট্রেনে উঠেছেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনের ট্রেনে না উঠে পাকিস্তান-আফগানিস্তানগামী জঙ্গিবাদের ট্রেনে উঠেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নির্বাচনের পরও বিএনপির বদল হয়নি বলেও দাবি করেন তিনি।

রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার দুপুরে মাসিক এক প্রবাসী পত্রিকার ওয়েবসাইট উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আগের জায়গায় আছে। তাদের অবস্থান জঙ্গিবাদের পক্ষে। যখন সারাদেশবাসী সন্ত্রাসী জামায়াতকে বর্জন করার আহ্বান জানাচ্ছে তখন তারা প্রকাশ্যে তাদের মিত্র হিসেবে রাখার ঘোষণা দিচ্ছে।’

খালেদা জিয়ার সমালোচনা করে ইনু বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনের ট্রেনে না উঠে পাকিস্তান-আফগানিস্তানগামী জঙ্গিবাদের ট্রেনে উঠেছেন। আশা করব, তিনি আগামী উপ-নির্বাচনে লোকাল ট্রেনে উঠে গণতন্ত্রে ক্লাবে ফিরে আসবেন।’

খালেদা জিয়ার উদ্দেশ্যে ইনু আরও বলেন, ‘তিনি (খালেদা) তার ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইবেন এবং গণতন্ত্রের ক্লাবে ফিরে আসবেন।’

রাজনীতির ভুলের সঙ্গে কতিপয় গণমাধ্যমের সংযোগ রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতির এ সব ভুলের সঙ্গে কতিপয় গণমাধ্যমের সংযোগ রয়েছে। কয়েকজন সম্পাদক এ সব বিষয়ে পৃষ্ঠপোষকতা করছেন। এ সংযোগ গণতন্ত্রের জন্য অশুভ।’

দেশে গণমাধ্যমের মধ্যে চারটি সমস্যা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম কখনও মিথ্যাচার প্রচার, গুজব ছড়ানো, জঙ্গিবাদে উস্কানি ও যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাওয়ার মাধ্যম নয়। এটা গণমাধ্যমের জন্য অপরাধমূলক কাজ। এ সব কাজ থেকে গণমাধ্যমকর্মীরা যদি বিরত না থাকেন তবে গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়। এগুলো গণমাধ্যমের জন্য চ্যালেঞ্জ। এ থেকে কীভাবে বিরত থেকে আপনি গণমাধ্যম পরিচালিত করবেন তাই হল কাজ।’

তিনি বলেন, ‘আমি গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানাব যারা এ সব দুষ্ককর্মের সঙ্গে জড়িত তাদের গণমাধ্যম থেকে বের করে দেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মুক্তকণ্ঠ সিডনিতে প্রকাশ পেলেও বাংলাদেশের মানুষ এ পত্রিকার মাধ্যমে প্রবাসীদের সুখ-দুঃখ ও সম্ভাবনার কথা জানতে পারবে। সেই সঙ্গে তারা কীভাবে দেশকে সাহায্য ও সেবা করছেন তাও আমরা এ পত্রিকার মাধ্যমে জানতে পারব। এ পত্রিকার মাধ্যমে প্রবাস ও দেশের যে দূরত্ব তা ঘুচে গেল।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায় ও মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক আল নোমান শাহীন।

(দ্য রিপোর্ট/এএইচএস/এনডিএস/সা/জানুয়ারি ২৫, ২১০৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর