thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

‘এরশাদের দল আওয়ামী জাতীয় পার্টি’

২০১৪ জানুয়ারি ২৫ ১৭:২৬:০৯
‘এরশাদের দল আওয়ামী জাতীয় পার্টি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : হুসেইন মুহম্মদ এরশাদের দলকে ‘আওয়ামী জাতীয় পার্টি’ ও নিজের দলকে ‘আসল’ জাতীয় পার্টি বলে দাবি করেছেন কাজী জাফর আহমদ। তিনি বলেছেন, ‘এরশাদ খলনায়ক, খেলারাম ও বিগবাজি বিশারদ। তার দল আওয়ামী জাতীয় পার্টি। আমরা ১৮ দলে যোগ দিচ্ছি। এই মুহূর্ত থেকে ১৮ দল ১৯ দলে পরিণত হলো।’

রাজধানীর গুলশানের নিজ বাসভবনে শনিবার বিকেলে জাতীয় পার্টির (জাফর-মসীহ) বর্ধিত সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যাওয়ার ঘোষণা দেন দলটির চেয়ারম্যান কাজী জাফর।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এরশাদকে ভ্রাম্যমাণ দূত নিয়োগ করেছেন। তিনি নিজেই তার চরিত্র উন্মোচন করেছেন। তাই এরশাদের জাতীয় পার্টি আওয়ামী জাতীয় পার্টি।’

কাজী জাফর আহমদ বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের প্রসব বেদনায় উদ্বেলিত বাংলাদেশ। যে কোনো মুহুর্তে বাংলাদেশের যে কোনো স্থানে গণঅভ্যুত্থানের স্ফুলিঙ্গ জ্বলে উঠতে পারে। সে আগুনের বহ্নিশিখা সারাদেশে ছড়িয়ে পড়বে। তাই হতাশার কিছু নেই। গভীর আশাবাদ ও আত্মপ্রত্যয় নিয়ে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

তিনি বলেন, ‘সংসদের মেয়াদ কতদিন হবে জানি না, তবে বাংলাদেশ জোয়ার-ভাটার দেশ। কখন জোয়ার সৃষ্টি হবে প্রধানমন্ত্রী টেরও পাবে না। জলোচ্ছ্বাসের তাণ্ডবে তার তাসের ঘর তলিয়ে যাবে।’

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ড. টি আই এম ফজলে রাব্বি, এসএমএম আলম, নবাব আব্বাস আলী, গোলাম মোস্তফা বাটুল, এনকে আলম চৌধুরী, মনিরা বেগম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর