thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘আ.লীগকে ক্ষমতা থেকে সরাতেই সংখ্যালঘুদের ওপর হামলা’

২০১৪ জানুয়ারি ২৫ ১৯:০৬:২০
‘আ.লীগকে ক্ষমতা থেকে সরাতেই সংখ্যালঘুদের ওপর হামলা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্যই সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার বিকেলে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাসী নয় তারাই সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, বিএনপি মনে করেছিল তারা বাংলার জনগণকে ভয় দেখিয়ে জামায়াতকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসবে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বাংলার জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আয়েশা ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ এম এম আকাশ, সংসদ সদস্য কবি রুবী রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

(দ্যরিপোর্ট/এমএম/জেএম/সা/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর