thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

শেরপুরে বিদ্যালয়ের ভবন ধসে শিক্ষার্থীর মৃত্যু

২০১৪ জানুয়ারি ২৫ ১৯:০৭:৩৭
শেরপুরে বিদ্যালয়ের ভবন ধসে শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর সংবাদদাতা : শেরপুর সদরের চর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে শনিবার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মিনাল মিয়া (১২) ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। সে পাশের দুসরা ছনকান্দা গ্রামের দিন মজুর আশরাফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ওই বিদ্যালয়ের পুরাতন আধা-পাকা একটি ভবন পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু গত কয়েক দিন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা গোপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে অপরিকল্পিতভাবে ওই ভবনটি ভেঙে বিভিন্ন মালামাল বিক্রি শুরু করে। শনিবার দুপুর ২টার দিকে বিদ্যালয়ের নিয়মিত টিফিন দেওয়া হলে শিক্ষার্থীরা প্রতিদিনের মতো খেলাধুলায় মেতে ওঠে। এক পর্যায়ে মিনাল দেয়ালটির কাছে গিয়ে দাঁড়ায়। এ সময় ঝুলে থাকা দেয়ালটি ভেঙে তার উপড় পড়লে ঘটনাস্থলেই মিনালের মৃত্যু হয়।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-শিক্ষিকা এলাকাবাসীর রোষানলে পড়ার ভয়ে সবার অগোচরে বিদ্যালয় থেকে সটকে পড়ে। এ ছাড়া বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিসহ অন্য সদস্যরাও গা-ঢাকা দিয়েছেন বলে গ্রামবাসী জানিয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া বলেন, ‘কোনো রকম টেন্ডার ছাড়াই অপরিকল্পিতভাবে গোপনে এ পুরাতন ভবন ভাঙার কাজ করা হয়। এতে ভবনের দুই পাশের দেয়াল দু’টি বিপজ্জনকভাবে ঝুলে থাকলেও কর্তৃপক্ষ উদাসীন ছিল। এ উদাসীনতার বলি হল মিনাল।

এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আইরিন ফারজানা বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় বিদ্যালয় কমিটি কাউকে কিছু না বলে অপরিকল্পিতভাবে ওই ভবন ভাঙার কাজ শুরু করে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ এ ছাড়া ওই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা দেন তিনি।

(দ্য রিপোর্ট/এসএম/এনডিএস/সা/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর