thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

কোম্পানীগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

২০১৪ জানুয়ারি ২৫ ১৯:১৪:২২
কোম্পানীগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

সিলেট অফিস : সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ এলাকায় ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সুরুজ আলী (৩৫) আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘গণপিটুনিতে সুরুজ গুরুতর আহত হন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, ভোরে একদল ডাকাত উপজেলার কালাইরাগ গ্রামের ব্যবসায়ী আমির উদ্দিনের বাড়িতে হানা দেয়। ডাকাত দল বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাত দল চলে যাওয়ার পর বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে এসে ডাকাত দলকে ধাওয়া দেয়। এ সময় ডাকাত দল গ্রামবাসীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে গ্রামবাসীর হাতে ধরা পড়ে সুরুজ আলী নামের এক ডাকাত। পরে গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। সকালে পুলিশ ও বিজিবি সীমান্ত এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমজে/এনডিএস/সা/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর