thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন : আমু

২০১৪ জানুয়ারি ২৫ ১৯:৫৫:৫৩
নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন : আমু

ঝিনাইদহ সংবাদদাতা : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ‘বিএনপি সংসদ নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে প্রার্থী দিচ্ছে। এতেই প্রমাণিত হয় শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে এখন তার জ্বালা বুঝতে পারছে।’

ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয় সংসদের নবনির্বাচিত হুইপ সেলুন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা- ২ আসনের এমপি আলী আজগর টগর, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, শরিফুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরএইচ/এনডিএস/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর