thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

ফতুল্লায় ট্রাকচাপায় শিশু নিহত

২০১৪ জানুয়ারি ২৫ ২০:০৯:৩২
ফতুল্লায় ট্রাকচাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শনিবার সন্ধ্যায় ট্রাকের চাপায় ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। রাস্তা পারাপারের সময়ে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের নাম সিনতি রাণী। সে পূর্ব লামাপাড়া এলাকার সামসুদ্দিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত অরুণ বাবুর মেয়ে। রামারবাগ প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীতে পড়ত সে।

ফতুল্লা মডেল থানার এস আই মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসী ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

এলাকাবাসী জানায়, রাস্তা পার হওয়ার সময় তাকে দ্রুতগামী একটি ট্রাক (চট্র মেট্রো ড-১১-১১৯০) চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/এমএম/এসকে/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর