thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

সোনারগাঁও থানার ওসি ক্লোজড

২০১৪ জানুয়ারি ২৫ ২০:১২:৩১
সোনারগাঁও থানার ওসি ক্লোজড

নারায়ণগঞ্জ সংবাদদাতা : সোনারগাঁওয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের পর পুলিশের ওপর হামলা, অস্ত্র লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে থানার ওসি আতিকুর রহমানকে ক্লোজড করে নেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ওসি আতিকুরকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামে ৪১ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেনের সঙ্গে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষ ৮টি মামলা করেছে। এরই জের ধরে শুক্রবার রাতে দু’গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন বিল্লাল হোসেনের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে ৪ পুলিশকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

এ ছাড়া পুলিশের একটি শটগান ও একটি ওয়ারলেস সেট লুটে নেয়। শনিবার সকালে ওয়াকিটকিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওসির দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তাকে ক্লোজড করা হয়।

(দ্য রিপোর্ট/এমএম/এনডিএস/ এনআই/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর