thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পীরগঞ্জের উন্নয়নের আশ্বাস স্পিকার শিরিন শারমিনের

২০১৪ জানুয়ারি ২৫ ২০:৩৮:২২
পীরগঞ্জের উন্নয়নের আশ্বাস স্পিকার শিরিন শারমিনের

রংপুর সংবাদদাতা : স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, ‘রংপুর-৬ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন। প্রধানমন্ত্রীর আসনে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি যেমন সম্মানিত হয়েছি, তেমনি আমার দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেছে। আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করে যাব। এলাকার ব্যাপক উন্নয়ন করব।’

রংপুরের পীরগঞ্জের ফতেহপুর জয়সদনে শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

শিরিন শারমিন বলেন, ‘প্রার্থী হিসেবে যেভাবে আপনারা আমাকে বরণ করে নিয়েছেন, আপনাদের প্রত্যাশার কথা, দুঃখের কথা, সমস্যার কথা তুলে ধরেছেন, তাতে মনে হয়েছে আমি আপনাদের একজন আপন মানুষ। এতে আমি সম্মানিত, গর্বিত ও আনন্দিত। আমি প্রতিমন্ত্রী হয়ে এর আগেও রংপুরে এসেছিলাম। আমার সেই আসা আর আজকের আসার মধ্যে অনেক তফাত।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ভবিষ্যতে পীরগঞ্জের উন্নয়নের ব্যাপারে আপনাদের মতামত প্রাধান্য পাবে সব চাইতে বেশি। আমি নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নে যাব। প্রত্যক ইউনিয়নের নেতাকর্মীদের কথা শুনব, ওয়ার্ড নেতাকর্মীদের কথা শুনব। সবার মতামতের ভিত্তিতে কাজ করব। কোনো ইউনিয়নকে বেশি গুরুত্ব দিয়ে নয়, প্রয়োজনে যেখানে যে কাজ করতে হবে তাই করব।’

স্থানীয় এক নেতার প্রশ্নের জবাবে ড. শিরিন শারমিন বলেন, ‘আপনারা ৩শ’ কিলোমিটার দূর থেকে আমার কাছে গেলে, আমি যেখানেই থাকি আপনাদের সঙ্গে দেখা করব।’

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজিমুল ইসলাম শামিমের সঞ্চালনায় বক্তব্য দেন- রংপুর-৫ মিঠাপুকুর আসনের এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সিনিয়র সহ-সভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু প্রমুখ।

এর আগে ড. শিরিন শারমিন বিকেল ৩টায় ফতেহপুরের জয়সদনে পৌঁছে প্রয়াত পরমানু বিজ্ঞানি ড. এমএ ওয়াজেদ মিয়ার মাজার জিয়ারত করেন।

এদিকে রবিবার সকাল ১০টায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পীরগঞ্জ উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন ড. শিরিন শারমিন চৌধুরী।

(দ্য রিপোর্ট/আরআই/এনডিএস/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর