thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শনিবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

২০১৩ নভেম্বর ০১ ২০:৫১:৫৯
শনিবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

দিরিপোর্ট২৪ প্রতিবেদেক : শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। সরকারের একতরফা নির্বাচনের ষড়যন্ত্র, সারা দেশে হত্যা, সন্ত্রাস, গণ-গ্রেফতার ও বিরোধী দলের সভা সমাবেশে হামলার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে দলটি।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয়।

বিবৃতিতে তিনি বলেন, সরকার, বিরোধী দলের প্রতিবাদ সভা-সমাবেশে বাধা দিয়ে নিজেরাই সংবিধান ও গণতান্ত্রিক রীতি-নীতি লঙ্ঘন করছে। একতরফা প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য বিরোধী দলের উপর জুলুম-নির্যাতন চালিয়ে পুনরায় ক্ষমতায় আসার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। কিন্তু, সরকারের একতরফা প্রহসনের নির্বাচন দেশের জনগণ প্রতিহত করবে।

বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বিরোধী দলের নামে শ্লোগান দিয়ে বিশিষ্ট ব্যক্তিদের বাসা-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান, সংবাদপত্র ও মিডিয়ার অফিসে এবং গাড়ীতে হামলা চালাচ্ছে। এসব করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টা করছে সরকার। এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি তা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

(দিরিপোর্ট২৪/কে/এমডি/নভেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর