thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

রবিবার একনেকে উঠছে ৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

২০১৪ জানুয়ারি ২৫ ২০:৪৭:০৪
রবিবার একনেকে উঠছে ৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) দ্বিতীয় বৈঠকে উঠছে ৯ হাজার ১০৪ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় ধরা হবে ৩ হাজার ৬৪৫ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৫ হাজার ৪৫৯ কোটি টাকা।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সস্মেলন কক্ষে রবিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম বলেন, একনেকে অনুমোদনের ক্ষেত্রে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উপস্থাপন করা হচ্ছে। কেননা জাতীয় নির্বাচনের কারণে বেশ কিছুদিন একনেক স্থগিত থাকায় বৈদেশিক সহায়তা নির্ভর প্রকল্পগুলোর অনুমোদন আটকে ছিল। ফলে ঋন চুক্তিসহ অন্যান্য প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছিল।

একনেকে উঠতে যাওয়া প্রকল্পগুলো হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (দ্বিতীয় সংশোধিত), প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৬৯৭ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৭০৩ কোটি টাকা ব্যয় করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইনোভেটিভ ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস ফর প্রভার্টি এলিভিয়েশন থ্রো কমপ্রিহেনসিভ টেকনোলজি ফেজ-২ প্রকল্প। এর ব্যয় ৩৮ কোটি টাকা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের লার্নিং এন্ড আরনিং ডেভলপমেন্ট প্রজেক্ট, এর ব্যয় ১৮০ কোটি টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কন্সট্রাকশন অব স্মল ব্রিজ/কালভার্টস (আপ টু ১২ মিটার লং) অ্যাট চিটাগাং হিলট্র্যাক্টস রিজিওন (সেকেন্ড ফেজ) প্রকল্প, ব্যয় ১৩২ কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগের বৃহত্তর ময়মনসিংহ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ব্যয় ৪৪৪ কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগের জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় ৪টি ব্রিজ নির্মান প্রকল্প, ব্যয় ১৫১ কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগের ৩৭টি জেলা শহরে পানি সরবরাহ প্রকল্প (১ম সংশোধিত), ব্যয় ৭৫৩ কোটি টাকা।

রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের আশুগঞ্জ-আখাউড়া সেকশনের ৩টি স্টেশনের সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণ প্রকল্প, ব্যয় ৩৯ কোটি টাকা, এর মধ্যে সরকারি তহবিল থেকে ১০ কোটি এবং প্রকল্প সাহায্যে ২৯ কোটি টাকা। রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ের খুলনা রেলওয়ে স্টেশন ও ইয়ার্ড রিমডেলিং এবং বেনাপোল রেলওয়ে স্টেশনের অপারেশনাল সুবিধাদির উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, ব্যয় ৭৮ কোটি টাকা।

সড়ক বিভাগের মির্জাপুর (গড়াই) সখিপুর সড়ক উন্নয়ন (সংশোধিত) প্রকল্প, ব্যয় ৩৫ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগের এক্সটেনশন অব বড়পুকুরিয়া কোল ফায়ারড থার্মাল পাওয়ার স্টেশন বাই ২৭৫ মেগাওয়াট (তৃতীয় ইউনিট) প্রকল্প, ব্যয় ২ হাজার ৬৮৭ কোটি টাকা, এর মধ্যে সরকারী তহবিলের ৮৫২ কোটি এবং বৈদেশিক সহায়তা ১ হাজার ৮৩৫ কোটি টাকা।

বিদ্যুৎ বিভাগের চাপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট এইচএফও (হাইড্রোলিক ফার্নেস অয়েল) বেজড পাওয়ার প্লান্ট প্রজেক্ট, ব্যয় ১ হাজার ১১৩ কোটি টাকা, এর মধ্যে সরকারি তহবিলের ২২০ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৯২ কোটি টাকা।

বিদ্যুৎ বিভাগের কনস্ট্রাকশন অব খুলনা কোল বেজড পাওয়ার প্ল্যান্ট কানেকটিং রোড প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা।

(দ্য রিপোর্ট/জেজে/জেএম/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর