thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

১৮-দলীয় জোটে কাজী জাফর

২০১৪ জানুয়ারি ২৫ ২০:৫২:১৭
১৮-দলীয় জোটে কাজী জাফর

দ্য রির্পোট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে ১৮ দলীয় জোটে যোগ দিলেন জাতীয় পার্টির (জাফর-মসীহ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ। দীর্ঘদিন ধরেই তিনি খালেদা জিয়ার সঙ্গে ১৮ দলে যোগদানের ঘোষণা দিলেও শনিবার রাত থেকে ১৮ দলের সঙ্গী হলো কাজী জাফরের জাতীয় পার্টি।

গুলশান খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে ১৮-দলীয় জোটে যোগ দেয় জাতীয় পার্টি (জাফর-মসীহ)। এর মাধ্যমে ১৮-দলীয় জোট ১৯-দলীয় জোটে পরিণত হলো।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য টি আই এম ফজলে রাব্বি, মাহমুদুল হাসান, এস এম এম আলম, ড. সৈয়দ শফিউল্লাহ, গোলাম মোস্তফা বাটুল, এইচ এম গোলাম রেজা, এম কে আলম চৌধুরী, নবাব আলী ও মনিরা বেগম, হাসান হারুনুর রশিদ, রফিকুল হক হাফিজ, ভাইস চেয়ারম্যান সুবাদ আহমেদ, জসিম জাফর, কেন্দ্রীয় কমিটির সদস্য শওকত হোসেন সিদ্দিকী, সৈয়দ আহমেদসহ শতাধিক নেতাকর্মী।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, সারোয়ারী রহমান লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ।

এর আগে ১৮-দলীয় জোট শরিকদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন ১৮-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির সভাপতি মে. জে. (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, জামায়াত ইসলামের কর্মপরিষদ সদস্য ডা. রেদওয়ান উল্লাহ শহীদি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোবিন, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামন খান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গনী, ন্যাশনাল পিপলস পার্টি শেখ শওকত হোসেন নীলু, বাংলাদেশ পিপলস লীগে গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানী শেখ আনোয়ারুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শায়েখ আব্দুল মোবিন, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি।

(দ্য রির্পোট/টিএস-এমএইচ/জেএম/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর