thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত

২০১৩ নভেম্বর ০২ ০৮:৩০:০৫
পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত

দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তানি তালেবানের প্রধান নেতা হাকিমুল্লাহ মেহসুদ ড্রোন আক্রমণে নিহত হয়েছেন। তালেবানের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে এ খবর জানায়।

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে হাকিমুল্লাহ মেহসুদের ব্যবহার করা একটি গাড়ি লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। শুক্রবারের আক্রমণ চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে তিন মাইল দূরে ডান্ডে দারপা খেল এলাকায়।

আমেরিকার একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তারা শুক্রবার সকালে হাকিমুল্লাহ মেহসুদ নিহত হবার ব্যাপারে নিশ্চিত হন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, আক্রমণে মেহসুদের দুজন দেহরক্ষীসহ আরো চারজন মারা গিয়েছেন।

পাকিস্তানি এবং মার্কিন গোয়েন্দা সূত্রগুলো এর আগে কয়েকবার হাকিমুল্লাহ মেহসুদ ‘নিহত’ হবার খবর দিয়েছিলো, কিন্তু সেগুলো সত্য প্রমাণিত হয়নি।

আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই মেহসুদের মাথার জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে। ধারণা করা হয়, মেহসুদ হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী।

২০০৯ সালে মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা বাইতুল্লাহ্ মেহসুদ নিহত হওয়ার পর ৩০ বছর বয়সেই তালেবান প্রধান হন হাকিমুল্লাহ মেহসুদ। সূত্র: বিবিসি

(দিরিপোর্ট২৪/কেএন/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর