thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই 25, ১৯ আষাঢ় ১৪৩২,  ৭ মহররম 1447

ফরিদপুরে জসীম মেলা শুরু

২০১৪ জানুয়ারি ২৫ ২১:৩২:১৬
ফরিদপুরে জসীম মেলা শুরু

ফরিদপুর সংবাদদাতা : পল্লী কবি জসীমউদদীনের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের অম্বিকাপুরস্থ জসীম উদ্যানে শনিবার সন্ধ্যায় জসীম মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। সন্ধ্যায় ফরিদপুর অম্বিকাপুর কবির নিজ বাড়ির আঙিনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী, জেলা প্রশাসক আবু হেনা মোরসেদ জামান, প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে পক্ষকালব্যাপী এ মেলায় থাকছে বিভিন্ন পণ্যের শতাধিক স্টল, নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস, মৃত্যুকূপ, মোটরসাইকেল খেলা। এ ছাড়া প্রতিদিন জসীম মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ।

(দ্য রিপোর্ট/এসএইচ/এপি/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর