thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

শিবগঞ্জে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা

২০১৪ জানুয়ারি ২৫ ২১:৩৭:৫২
শিবগঞ্জে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপি সদস্য ও আওয়ামী লীগ কর্মী নূরজাহান বেগমের রগ কেটে দেওয়ার ঘটনার দু’দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে মোবারকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুর রহমান মিয়াকে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে নূরজাহানের মা মারজিনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। প্রধান আসামি ছাড়াও আনারুল, সাহিন, নাজির,শরিফুলসহ ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। তবে নতুন করে আর কেউ গ্রেফতার হননি।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় বুধবার বাস থেকে নামিয়ে নূরজাহান বেগমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/এআর/এনডিএস/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর