thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

চুয়াডাঙ্গায় ৩শ বিঘা জমির আখ পুড়ে ছাই

২০১৪ জানুয়ারি ২৫ ২১:৪০:২০
চুয়াডাঙ্গায় ৩শ বিঘা জমির আখ পুড়ে ছাই

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ডিহি কৃষি খামারে শনিবার দুপুর ১টার দিকে আগুন লেগে প্রায় ৩শ বিঘা জমির আখ পুড়ে গেছে।

জেলা ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ‘আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখন বলতে পারবো না। এটি নাশকতা না দুর্ঘটনা তা পরে বলা যাবে।’

পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে বলে জানান তিনি।

আগুন লাগার খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টায় নিয়ন্ত্রণে আনে।

জেলা পুলিশ সুপার রশীদুল হাসান দ্য রিপোর্টকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপকের সঙ্গে দ্য রিপোর্টের প্রতিবেদক মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে জনৈক ব্যক্তি ফোন ধরে বলেন, ‘স্যার, মন্ত্রী মহোদয়ের সঙ্গে মিটিংয়ে আছেন।’

জমিতে আগুন লাগার সময় ওই কোম্পানি পরিদর্শনে ছিলেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর একটার দিকে হঠাৎ করে ফার্মের উত্তর দিকের আখক্ষেতে আগুন ধরে যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ আখক্ষেতে। আগুনে ৩শ বিঘা আখ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএইচও/জেএম/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর