thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাবিতে ভুয়া পরীক্ষা দেওয়ার দায়ে আটক ২, বহিষ্কার ২

২০১৪ জানুয়ারি ২৫ ২১:৪৯:৫৬
রাবিতে ভুয়া পরীক্ষা দেওয়ার দায়ে আটক ২, বহিষ্কার ২

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভুয়া পরীক্ষা দেওয়ার অভিযোগে রুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শামীম হোসেন ও ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র কল্লোল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবন থেকে আটক করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের একটি কক্ষে পরীক্ষা চলাকালে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে আব্দুল বারী ও মোরশেদুল ইসলাম নামের আরও দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা চলাকালে তাদের আটক ও বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর তরিকুল হাসান বলেন, ‘পরীক্ষার্থী জালিয়াতি করার দায়ে আরও দুইজনকে আটক করে মতিহার থানায় সোপর্দ করা হয়েছে। আর আব্দুল বারী ও মোরশেদুল ইসলাম নামের এই দুই পরীক্ষার্থীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে শনিবার সকালে ভুয়া পরীক্ষা দেওয়ার সময় একজনকে ও মুঠোফোনে উত্তর দেওয়ার সময় আরও একজনকে আটক করা হয়। এ ছাড়া শুক্রবার মুঠোফোনে উত্তর দেওয়ার সময় আরও চারজনকে আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এমএ/এসবি/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর