thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

আশুলিয়ায় গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

২০১৪ জানুয়ারি ২৫ ২২:৫০:৩৩
আশুলিয়ায় গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভার সংবাদদাতা : আশুলিয়ার রফিক উদ্দিন (৫২) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার আউকপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলের দিকে আশুলিয়ার আউকপাড়ায় নিজ ঘরের আড়ার সঙ্গে রফিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। তবে নিহতের স্বজনদের কারো বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এনডিএস/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর