thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

আগুন আতঙ্কে ইডেনের ৫ শিক্ষার্থী আহত

২০১৪ জানুয়ারি ২৬ ০০:০০:৫৫
আগুন আতঙ্কে ইডেনের ৫ শিক্ষার্থী আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগুন আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছেন ইডেন মহিলা কলেজের পাঁচ শিক্ষার্থী।

তারা হলেন- কেয়া (২১), ফাতেমা আক্তার (২০), সাদিয়া (১৯), সুমাইয়া (২০) ও রেশমা খান (২০)।

রাজধানীর আজিমপুরের ইডেন মহিলা কলেজের নতুন ছাত্রীভবনে শনিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এগারো তলা ভবনের আটতলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভোজন সরকার দ্য রিপোর্টকে জানান, গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তাড়াহুড়া করে নিচে নামার সময় পাঁচ শিক্ষার্থী আহন হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এমএআর/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর