thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

এরশাদ ভাওতাবাজ : কাজী জাফর

২০১৪ জানুয়ারি ২৬ ০০:১৭:৪৭
এরশাদ ভাওতাবাজ : কাজী জাফর

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ এরশাদকে ‘ভাওতাবাজ’ উল্লেখ করে বলেছেন, ‘জাতীয় পার্টিতে এরশাদের ভাওতাবাজি এবং তার রাহুমুক্ত করার জন্য আমাদের লড়াই করতে হয়েছে। এ লড়াইয়ে আমাদের জীবনও ছিল হুমকির মুখে।’

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শনিবার রাতে জাতীয় পার্টির (কাজী জাফর) ১৮ দলীয় জোটে যোগদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

কাজী জাফর জোটনেত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের হতাশ হওয়ার কিছু নেই। প্রকৃত অর্থে আমাদের বিজয় অর্জিত হয়েছে। এ বিজয় আমাদের চিহ্নিত করে সামনে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৮ দলের সঙ্গে যোগদান করব। দেশে গণতন্ত্র আজ নিহত, একে উদ্ধার করতে হবে। সেই আন্দোলনে আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরাও প্রয়োজনে আপনার (খালেদা জিয়া) নেতৃত্বে জীবনবাজি রেখে হলেও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব।’

গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত ৮টা ৫০ মিনিটে এ যোগদান অনুষ্ঠান শুরু হয়ে ৯টা ৪০ মিনিটে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য টিআইএম ফজলে রাব্বি, মাহমুদুল হাসান, এসএমএম আলম, ড. সৈয়দ শফিউল্লাহ, গোলাম মোস্তফা বাটুল, এইচএম গোলাম রেজা, এম কে আলম চৌধুরী, নবাব আলী, মনিরা বেগম, হাসান হারুনুর রশিদ, রফিকুল হক হাফিজ, ভাইস চেয়ারম্যান সুবাদ আহমেদ, জসিম জাফর, কেন্দ্রীয় কমিটির সদস্য শওকত হোসেন সিদ্দিকী, সৈয়দ আহমেদসহ শতাধিক নেতাকর্মী।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, সারোয়ারী রহমান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর