thereport24.com
ঢাকা, রবিবার, ৩ আগস্ট 25, ১৮ শ্রাবণ ১৪৩২,  ৮ সফর 1447

হাবিপ্রবির শিবির সভাপতি গ্রেফতার

২০১৪ জানুয়ারি ২৬ ০১:১৫:০১
হাবিপ্রবির শিবির সভাপতি গ্রেফতার

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্র শিবিরের সভাপতি সৈয়দ আবুল খায়েরকে গ্রেফতার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি হিসেবে শনিবার রাত ৭টার সময় তাকে গ্রেফতার করা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি দ্য রিপোর্টকে জানান, শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১৩ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচআর/এমএইচও/এমএআর/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর