thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চবিতে শিক্ষক সম্মাননা ও সংবর্ধনা

২০১৪ জানুয়ারি ২৬ ০৪:০৮:২৫
চবিতে শিক্ষক সম্মাননা ও সংবর্ধনা

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শনিবার ‘শিক্ষক সম্মাননা ও সংবর্ধনা- ২০১৩’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক সমিতি কর্তৃক বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা, বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মজীবন শেষে সদ্য অবসরে যাওয়া শিক্ষকদের বিদায়, ইউজিসি সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, ২০১৩ সালে যোগদানকারী শিক্ষকদের বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি এবং চবির সাবেক উপাচার্য বিশিষ্ট কলামিস্ট ও বুদ্ধিজীবী প্রফেসর আবদুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, জ্ঞানচর্চা, জ্ঞানার্জন ও জ্ঞান বিতরণই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। জ্ঞান বিতরণের জন্য প্রয়োজন নতুন জ্ঞান সৃষ্টি করা।

তিনি তরুণ শিক্ষকদের মুক্তচিন্তার আলোর দিশারি হয়ে আপন শক্তিতে জ্বলে ওঠার আহ্বান জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, বিদায়ী শিক্ষক বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সরোজ কান্তি সিংহ হাজারী, প্রফেসর ড. কলিম উদ্দিন ভূঞা, প্রফেসর ড. মোসলেহ উদ্দীন, প্রফেসর ড. শান্তি রঞ্জন দাশ, ইউজিসি অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংবর্ধিত শিক্ষক চবির আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, নবাগত শিক্ষকদের পক্ষে মুহাম্মদ ইয়াকুব ও সুলতানা সুকন্যা বাশার।

উল্লেখ্য, ইউজিসি অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংবর্ধিত অন্য তিন শিক্ষক গবেষক হলেন- চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের পরিচালক ড. মো. শাহাদাত হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল কাসেম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস মিয়া।

(দ্য রিপোর্ট/এসএএ/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর