thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কুড়িগ্রামে ৪ শিশুর মৃত্যু

২০১৪ জানুয়ারি ২৬ ০৪:২১:৫১
কুড়িগ্রামে ৪ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম সংবাদদাতা : তীব্র শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই দিনে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১০৩ শিশু।

কুড়িগ্রাম সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মাহফুজার রহমান দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শীতজনিত রোগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় ৩৯ ও নিউমোনিয়ায় ৩১ শিশুসহ মোট ১০৩ রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, হঠাৎ করে এত রোগীর চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এরপরও সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন তারা।

অন্যদিকে, রোগীর স্বজনরা চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ করেন। বিছানা না পাওয়ায় অনেকেই হাসপাতালের বারান্দা ও মেঝের ওপর গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন।

সদর হাসপাতালে ভর্তি এক শিশুর অভিভাবক শমসের আলী জানান, শুক্রবার বিকেলে বাচ্চা নিয়ে এসেছি। শুধু ইমারজেন্সির ডাক্তার ছাড়া এখন পর্যন্ত কোনো ডাক্তার দেখতে আসেননি।

রংপুর আবহাওয়া অফিস জানায়, শনিবার এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৪ দিনে তাপমাত্রা আরও নিচে নেমে যেতে পারে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর