thereport24.com
ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১,  ৯ জমাদিউস সানি 1446

আখেরি মোনাজাত

ট্রাফিক বিভাগের দিক-নির্দেশনা

২০১৪ জানুয়ারি ২৬ ০৪:৩৫:৩১
ট্রাফিক বিভাগের দিক-নির্দেশনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আখেরি মোনাজাত সামনে রেখে গাজীপুর জেলা ট্রাফিক বিভাগ টঙ্গী ও কামারপাড়ার ওপর দিয়ে চলাচলকারী ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট বাইপাস সড়কের যানবাহনগুলোর জন্য বিশেষ দিক-নির্দেশনা দিয়েছে।

রবিবার ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যানবাহন চালকদের টঙ্গী ও কামারপাড়া এলাকা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার শাখাওয়াত হোসেন দ্য রিপোর্টকে জানান, উত্তরবঙ্গ-টাঙ্গাইল থেকে টঙ্গী হয়ে ঢাকাগামী যানবাহনগুলোর চালকদের আশুলিয়া-বেড়িবাঁধ হয়ে ঢাকা যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর থেকে উত্তরবঙ্গ-টাঙ্গাইলগামী যানবাহনগুলোর জন্যও একই পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা-সিলেট বাইপাস সড়কের ঘোড়াশাল-নরসিংদী-টঙ্গী হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকে মীরেরবাজার হয়ে কাঞ্চন ব্রিজ-কাঁচপুর ব্রিজ দিয়ে ঢাকা যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ-নেত্রকোনা-কিশোরগঞ্জ থেকে ঢাকায় চলাচলকারী যানবাহনগুলোও মীরেরবাজার হয়ে কাঞ্চন ব্রিজ-কাঁচপুর ব্রিজ দিয়ে ঢাকা যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর