thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘সন্ত্রাস করে ক্ষমতায় আসা যায় না’

২০১৪ জানুয়ারি ২৬ ০৫:০১:১৬
‘সন্ত্রাস করে ক্ষমতায় আসা যায় না’

পিরোজপুর সংবাদদাতা : ‘ষড়যন্ত্র ও সন্ত্রাস করে ক্ষমতায় আসা যায় না, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হয়’ বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

জেলার ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে শনিবার বিকেলে উপজেলা জাতীয় পার্টি (জেপি) আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকলে নির্বাচনের মাধ্যমে যে কোনো দল রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পারে। আন্দোলনের নামে পেট্রোলবোমা মেরে, মানুষ হত্যা করে, নৈরাজ্য করে ক্ষমতায় আসা যায় না।’

বনমন্ত্রী বলেন, ‘বিরোধী দল মনে করেছিল পশ্চিমা দেশগুলো তাদের সঙ্গে রয়েছে। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দল নিয়ে মন্ত্রিসভা গঠন করে ঐকমত্যের সরকার গঠন করেছে। এর পর পশ্চিমা দেশগুলো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন দিচ্ছেন। তাতেই বোঝা যাচ্ছে বিরোধী দলের ভাবনা ছিল ভুল।’

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রার কাছে বিরোধী দলের আন্দেলন-সংগ্রাম ধীরে ধীরে চুপসে যাবে। কেননা আগামী দিনে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। একদল আরেক দলকে নিশ্চিহ্ন করার চিন্তা করলে, আমরা এ দেশকে এগিয়ে নিতে পারব না। ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আজ ঐক্য হয়েছে কাজের জন্য, উন্নয়নের জন্য। যারা বলেন ঐক্য হবে না, তারা উন্নয়ন চায় না।’

তিনি বলেন, ‘আমরা কাজে বিশ্বাসী, উন্নয়নে বিশ্বাসী। চাপাবাজিতে বিশ্বাস করি না। গণমানুষের জন্য কাজ করতে চাই।’

উপজেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী প্রমুখ।

মন্ত্রী হওয়ার পর প্রথম ভাণ্ডারিয়া আসায় আনোয়ার হোসেন মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।

(দ্য রিপোর্ট/এফএইচবি/এমএইচও/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর