thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ইজতেমায় অজুর পানির ব্যবসা

২০১৪ জানুয়ারি ২৬ ১০:০৭:২০
ইজতেমায় অজুর পানির ব্যবসা

কাওসার আজম, ইজতেমা ময়দান থেকে : তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের অজুর ব্যবস্থা করেছে ইজতেমা কর্তৃপক্ষ, সিটি করপোরেশনসহ অন্যান্য সংস্থা। কিন্তু এতে অনেকেই অজু করার সুযোগ পাচ্ছেন না। তাই ইজতেমার আশপাশে গড়ে উঠেছে অস্থায়ীভাবে অজুর পানির ব্যবসা।

টঙ্গী থানার সামনে পানিভর্তি ড্রাম নিয়ে বসে আছে চম্পা। সে ইজতেমায় আসা মুসল্লিদের কাছে অজুর পানি বিক্রি করছে। রবিবার সকালে তার সঙ্গে কথা হয়। সে জানায়, গত কয়েক বছর ধরে ইজতেমায় অজুর পানির ব্যবসা করে আসছে। চম্পার সঙ্গে তার মা ও ছোট ভাইও রয়েছে।

চম্পা জানায়, সে গত তিন দিন ইজতেমায় আসা মুসল্লিদের কাছে অজুর জন্য পানি বিক্রি করছে। গত বছর তিন দিনে ৪ হাজার টাকার বেশি পানি বিক্রি করেছিল। আজ আখেরি মোনাজাত। এ বছরও ব্যবসা ভালো হবে বলে জানায় চম্পা।

চম্পার মতো অনেকেই বড় বড় ড্রামে পানি নিয়ে বসেছে টঙ্গী থানার সামনের রাস্তায়। প্রতি বদনা পানি বিক্রি হচ্ছে ৫ টাকা করে।

(দ্য রিপোর্ট/কেএ/এমডি/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর