thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

হাবিপ্রবিতে রবিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু

২০১৪ জানুয়ারি ২৬ ১০:১৬:৪৮
হাবিপ্রবিতে রবিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু

দিনাজপুর সংবাদদাতা : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪ বর্ষে স্নাতক পর্যায়ে লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২৬ জানুয়ারি রবিবার থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘এ’ ও ‘ই’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তির তারিখ ২৭ জানুয়ারি এবং ‘এ’ ও ‘ই’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২ ফেব্রুয়ারি ও ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ‘ডি’ ইউনিটের ড্রয়িং পরীক্ষা রবিবার সকাল সাড়ে ১১টায় একাডেমিক ভবন-১-এ অনুষ্ঠিত হবে। রবিবার থেকে শুরু হওয়া ভর্তি কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে রিপোর্ট করতে হবে। অপেক্ষমাণ তালিকা থেকে রিপোর্টকৃত শিক্ষার্থীদের ওই দিনই মেধা অনুযায়ী শূন্য আসন পূরণ করা হবে।

(দ্য রিপোর্ট/এমআই/এএস/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর