thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নীলফামারীর ৩ উপজেলায় ১৩ চেয়ারম্যান প্রার্থী

২০১৪ জানুয়ারি ২৬ ১০:৪৬:৩৫
নীলফামারীর ৩ উপজেলায় ১৩ চেয়ারম্যান প্রার্থী

নীলফামারী সংবাদদাতা : প্রথম দফায় অনুষ্ঠিত হতে যাওয়া নীলফামারীর তিনটি উপজেলার চেয়ারম্যান পদে ১৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সৈয়দপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচজন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জলঢাকা উপজেলা রিটার্নিং কর্মকর্তা রোকন-উল-হাসান জানান, চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তিনজন।

ডিমলা উপজেলা রিটার্নিং কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সূত্র জানায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন, বিএনপির তিনজন, জাতীয় পার্টির দুজন, জামায়াতের দুজন, জাসদের একজন ও স্বতন্ত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এএএম/এফএস/এএল/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর