thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বরিশালে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

২০১৪ জানুয়ারি ২৬ ১২:০২:৩৪
বরিশালে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বরিশাল সংবাদদাতা : বরিশালে নির্বাচন হচ্ছে গৌরনদী ও বাকেরগঞ্জ উপজেলায়। মনোনয়নপত্র জমার শেষ দিন শনিবার বিকেল ৫টা পর্যন্ত দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিসার মো. দুলাল তালুকদার জানান, গৌরনদীতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে চেয়ারম্যান পদের জন্য পাঁচজন ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর বাকেরগঞ্জ উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ছয়জন এবং ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থী।

স্থানীয়ভাবে জানা গেছে, গৌরনদীতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম খান, ১৮ দল সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবুল হোসেন মিয়ার স্ত্রী অধ্যক্ষা মাকসুদা হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নূর আলম হাওলাদার, জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও জেলা উত্তর বিএনপির সহসভাপতি লোকমান হোসেন খান প্রার্থী হয়েছেন।

(দ্য রিপোর্ট/বিএস/ইইউ/এএস/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর