thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সবাই যেন টিকা পায় : প্রধানমন্ত্রী

২০১৪ জানুয়ারি ২৬ ১২:২৩:৫৮
সবাই যেন টিকা পায় : প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই যেন টিকা পায়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রবিবার সকালে ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের হাম-রুবেলা টিকা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই প্রতিটি শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে উঠুক। সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবায় আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। আমাদের সন্তানরা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। একই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হবে, এটাই আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জনগণের জন্য কাজ করার সুযোগ আবারও পেয়েছি। কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। এর সুফল জনগণ ভোগ করবে। জনগণ লাভবান হবে।’

এ সময় স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নতুন উন্নয়নমূলক র্কমকাণ্ডের বিবরণও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক শেফায়েত উল্লাহ। এ ছাড়াও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি। এর আওতায় সারাদেশে ৫ কোটি ২০ লাখ শিশুকে টিকা দেয়া হবে। শনিবার থেকেই এই কর্মসূচি শুরু হয়। তবে প্রধানমন্ত্রী রবিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

(দ্য রিপোর্ট/এইউএ/এমএ/এমডি/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর