thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

আখেরি মোনাজাত শুরু

২০১৪ জানুয়ারি ২৬ ১২:৫৮:৩১
আখেরি মোনাজাত শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্ব মুসলিমের সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনায় রবিবার ১২টা ৫৫ মিনিটে শুরু হয়েছে তাবলিগ জামাতের দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত।

৩০ লাখেরও বেশি দেশি-বিদেশি মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত পরিচালনা করছেন ভারতের মাওলানা জোবায়রুল হাসান। লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে টঙ্গী এলাকা।

গত ২৪ জানুয়ারি এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। চার দিন বিরতি দিয়ে আগামী ৩১ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। ২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এবার বিশ্বের ১২৫টি দেশের ২২ হাজার বিদেশি মেহমান এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি মোনাজাত সম্প্রচারের ফলে বিশ্বের কোটি কোটি মানুষ মোনাজাতে শরিক হয়েছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএ/এমসি/এমডি/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর