thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার

২০১৪ জানুয়ারি ২৬ ১৪:২৪:২৯
রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার

রংপুর সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এ.টি.এম জিয়াউল ইসলামের কাছে রবিবার দুপুর পৌনে ১টায় তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্পিকার সাংবাদিকদের বলেন, ‘এ আসনের উপ-নির্বাচনে জয়ী হতে পারলে সব সময় পীরগঞ্জের মানুষের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পীরগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট থাকব।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হতে পেরে নিজেকে সম্মানীত ও গৌরবান্বিত বোধ করছি।’ এ সময় এটি তার জীবনের বড় পাওয়া হিসেবেও তিনি উল্লেখ করেন।

শিরিন শারমিন চৌধুরী বলেন, ‘পীরগঞ্জের জনগণ আমাকে যে আন্তরিকতা দেখিয়েছে, দলীয় নেতাকর্মীরা যেভাবে আমাকে বরণ করেছে, তাতে আমি গর্বিত। নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া আসনের এমপি হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য অনেক বেড়ে যাবে।’

এর আগে রংপুর পৌঁছে তিনি ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত শেষে ফতেপুর থেকে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে নবনির্মিত জেলা পরিষদ ডাক বাংলোর উদ্দেশ্যে চলে যান। সেখানে আড়াই ঘণ্টা অবস্থান শেষে দুপুর ১২টা ৪০ মিনিটে পীরগঞ্জ উপজেলা চত্বরে পৌঁছেন তিনি। এ সময় উপস্থিত সহস্রাধিক নেতাকর্মী ও জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় রংপুর-৫ মিঠাপুকুর আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যাক্ষ এইচ এন আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম ছায়াদত হোসেন বকুল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজিমুল ইসলাম শামিম, আওয়ামী লীগ নেতা মমিনুল হক রনতু, সাইফুল নেওয়াজ শাকিল, মোনায়েম সরকার মানু, মোস্তাফিজুর রহমান বাবলু, ময়নুল ইসলাম লাভলু, এ.টি.এম মাজহারুল আলম মিলন, জেলা যুবলীগ আহবায়ক এইচ.এন রাশেদুন্নবী জুয়েল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুজ্জামান শাকিল, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রনি, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুন্নবী রাশেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরআই/এফএস/এসকে/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর