thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

প্রধানমন্ত্রী পদের প্রস্তাব সত্ত্বেও ইউক্রেনে বিক্ষোভ

২০১৪ জানুয়ারি ২৬ ১৪:৩৪:৩১
প্রধানমন্ত্রী পদের প্রস্তাব সত্ত্বেও ইউক্রেনে বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রধান নেতা আরসেনি ইয়াতসেনিয়ুককে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়ার প্রস্তাব করেছেন দেশটির ক্ষমতাসীন সরকারের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। বিনিময়ে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ তার সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের অবসান চান।

কিন্তু বিরোধী নেতা আরসেনি ইয়াতসেনিয়ুক বলেন, তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগদানের প্রস্তাব সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকারবিরোধীরা নেতৃত্ব গ্রহণে প্রস্তুত রয়েছে। কিন্তু নতুন নির্বাচন অনুষ্ঠানসহ প্রধান দাবিগুলো অবশ্যই মেনে নিতে হবে।

এছাড়া আরেক বিরোধী নেতা ভিটালি ক্লিচকোকেও উপ প্রধানমন্ত্রী পদে নিয়োগ দানের প্রস্তাব করেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ।


বিরোধীদের সাথে শনিবার এক আলোচনা সভা শেষে এ প্রস্তাব করেন ক্ষমতাসীন সরকারের প্রেসিডেন্ট। তবে সরকারের এ প্রস্তাব গ্রহণ করবেন কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বিরোধী নেতারা।

বিরোধীরা এখনও তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করা, রাজবন্দীদের মুক্তি দেয়া এবং শিগগিরই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের দাবি করেন।

(দ্য রিপোর্ট/এমএ/ এমডি/এএল/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর