thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

নির্বাচন কেন্দ্র ঘেরাও করেছে থাইল্যান্ডের বিক্ষোভকারীরা

২০১৪ জানুয়ারি ২৬ ১৪:৪১:২৫
নির্বাচন কেন্দ্র ঘেরাও করেছে থাইল্যান্ডের বিক্ষোভকারীরা

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে আগাম ভোটগ্রহণকে বাধা দিতে কেন্দ্রগুলোতে ঘেরাও করেছে সরকার বিরোধীরা। বিরোধীদলীয় নেতা সুথেপ থাওগসুবান শনিবার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট প্রদানে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু এরপরও বিক্ষোভকারীরা দেশটির পতাকা হাতে জড়ো হয়েছেন ভোটকেন্দ্র বন্ধ করতে।

এর ফলে অনেক জায়গাতেই বন্ধ হয়ে গেছে আগাম ভোটগ্রহণ। সরকারবিরোধী আন্দোলনের কর্মীরা চাইছেন দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে সরিয়ে রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনতে। কিন্তু সরকার চায় যে কোনো মূল্যেই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে।

এ দিকে দেশটির নির্বাচন কমিশন সহিংসতা এড়াতে স্থগিত করেছে ২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন। অপরদিকে বিক্ষোভ ঠেকাতে জরুরি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর