thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘বরিশাল বিমানবন্দর আধুনিকায়ন করা হবে’

২০১৪ জানুয়ারি ২৬ ১৪:৪৯:৫৩
‘বরিশাল বিমানবন্দর আধুনিকায়ন করা হবে’

বরিশাল সংবাদদাতা : বরিশাল বিমানবন্দর দক্ষিণাঞ্চলের কেন্দ্র ভূমি। পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এখানে। তাই দুর্যোগ ব্যবস্থাপনার উপযোগী ও আধুনিকায়নসহ নিয়মিত বিমান চলাচলের জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল বিমানবন্দর পরিদর্শনের সময় রবিবার বেলা ১১টায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন।

মেনন জানান, বিমানবন্দরের উন্নয়ন, ভূমি অধিগ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

বিমানবন্দর পরিদর্শনের সময় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল বিভাগীয় কমিশনার মো. নূরুল আমিন। এ সময় বরিশাল সদর আসনের সাংসদ শওকত হোসেন হিরন, বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ আসনের সাংসদ শেখ মো. টিপু সুলতান, সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, সাবেক সচিব সিরাজউদ্দিন আহমেদসহ অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এমসি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর