thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাবিতে ২ পরীক্ষার্থী বহিষ্কার

২০১৪ জানুয়ারি ২৬ ১৫:১৭:১২
রাবিতে ২ পরীক্ষার্থী বহিষ্কার

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-২০১৪ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রোল পরিবর্তন করার অভিযোগে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার সকাল ১১টা থেকে ১২টায় এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করা হয়।

আটকরা হলেন, পাবনা থেকে আসা এসএম শফিকুল ইমলাম ও সিরাজগঞ্জ থেকে আসা শারমিন সুলতানা মীম। তবে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা মামাতো ভাই-বোন।

এ ব্যাপারে রাবি প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান বলেন, ‘এফ ইউনিটের পরীক্ষা চলাকালে রবীন্দ্রভবনে ২ জন পরিক্ষার্থী একজনের রোল অন্যজনের ওয়েমার শীটে লিখছিল। পরীক্ষক স্বাক্ষর মেলানোর সময় বিষয়টি ধরা পড়ে। পরে তাদের প্রক্টর অফিসে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএএ/ইইউ/এমসি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর