thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

আবারও ৬০ ঘণ্টার হরতাল

২০১৩ নভেম্বর ০২ ১১:৩৫:৩৫
আবারও ৬০ ঘণ্টার হরতাল

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আবারও টানা ৬০ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

শনিবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসুচি ঘোষণা দেন। ৪ নভেম্বর সকাল ৬টা থেকে ৬ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক হরতালের আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার ক্ষমতা চিরস্থায়ী করার দুরভিসন্ধির অংশ হিসেবে পঞ্চদশ সংশোধনী মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। দেশি-বিদেশি মহলের দাবিকে উপেক্ষা করে বিরোধীদলকে বাদ দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চলেছে।

তিনি বলেন, সরকার মুখে সংলাপের কথা বললেও তারা সমাঝোতা চানা না। সংলাপ যাতে না হয়, সে জন্য সংলাপের নামে একের পর এক নাটক তৈরি করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী সুপরিকল্পিতভাবে সর্বদলীয় সরকারে অংশ নিতে শুধুমাত্র খাবার খেতে আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সংলাপ প্রস্তাব দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছি। সংবাদ সম্মেলন করে বিরোধীদলীয় নেতা রূপরেখা দিয়েছেন, সংসদে রূপরেখা উত্থাপন করা হয়েছে কিন্তু ক্ষমতাসীনরা তা প্রত্যাখ্যান করে। যে কারণে আমার গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর হরতাল পালন করেছি।’

সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা ফোনালাপে বলেছিলেন ২৯ অক্টোবর পর আলোচনার জন্য সংলাপে বসার জন্য। এখন সরকারেরর দ্বায়িত্ব পূনরায় তারিখ নির্ধারণ করা। কিন্ত তা না করে তারা ফোনালাপ প্রকাশ করেছেন যাতে সংলাপ না হয়। যা সম্পূর্ণ বেআইনি।’

গণমাধ্যমে ব্যবহারকৃত গাড়ি, সেবাদানকারী প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স, হাজিদের ব্যবহৃত পরিবহন হরতালে আওতামুক্ত থাকবে বলে তিনি জানান।

হরতাল চলাকালীন পরীক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সময়মত জানানো হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব সালাউদ্দিন মতিন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা ফজলুর রহমান, ন্যাশনাল পিপল্স পার্টির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মালেক চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মজলিশ মহাসচিব আহমেদ আব্দুল কাদের, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তাফা ভূইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, মুসলিম লীগের কাজী আবুল খায়ের, ন্যাপ ভাসানীর মহাসচিব হাসনাত খান ভাসানী, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আব্দুর রশিদ প্রধান, ডেমোক্রেটিক লীগের যুগ্ম মহাসচিব খোকন দাস, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।

(দিরিপোর্ট২৪/এমএইচ/জেএম/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর