thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সিঙ্গাপুর সফরে এরশাদ

২০১৩ নভেম্বর ০২ ১২:০১:০৮
সিঙ্গাপুর সফরে এরশাদ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আবারো পাঁচ দিনের সফরে সিঙ্গাপুরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে এমএইচ-১০৩ বিমানে শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এরশাদের এবারের সফরে সঙ্গী হিসেবে রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের ও একান্ত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার। এরশাদ ৫ নভেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।

এরশাদকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এমএ সাত্তার, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, এমএ হান্নান, গোলাম হাবিব দুলাল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান, গোলাম কিবরিয়া টিপু এমপি, জাহাঙ্গীর মো. আদেল প্রমুখ।

উল্লেখ্য, গত আগস্ট মাসেও এরশাদ মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।

(দিরিপোর্ট২৪/এসএ/এএস/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর