thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ব্যবসায়ীদের কর ফাঁকিতে ডক্টরেট ডিগ্রি!

২০১৪ জানুয়ারি ২৬ ১৭:০৬:৪৮
ব্যবসায়ীদের কর ফাঁকিতে ডক্টরেট ডিগ্রি!

দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যবসায়ীদের কর ফাঁকি দেওয়ার নানা পন্থা যদি কাউকে গবেষণা করতে দেওয়া হত, তবে তিনি সে বিষয়ে ডক্টরেট ডিগ্রি পেতেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে রবিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ব্যবসায়ীদের কর দেওয়ার প্রবণতা নেই। কর ফাঁকি দেওয়ার তাদের যে কতরকম পন্থা। কাস্টমসে যদি বোকা অফিসার থাকে তা হলে যেন ব্যবসায়ীদের সুবিধা হয়। দেখা গেল, অনেক বড় বড় লরি, গাড়ি এনে ব্যবসায়ীরা একে বলেন ক্যাপিটাল মেশিনারি।

তিনি বলেন, আদালতের সবচেয়ে বেশি প্রয়োজন রাজস্ব বোর্ডের সহযোগিতা। এ জন্য হাই কোর্টে কাস্টমসের ১ জন ও কর বিভাগের ১ জন নিয়োগ করার প্রস্তাব করেন তিনি।

কাস্টমসকে সব সময় তার কর্মকর্তাদের ওপর নির্ভর করতে হবে। এ জন্য সত্যিকারের দেশপ্রেমিক কর্মকর্তা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদসহ শুল্ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএইচএস/এপি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর