thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

‘জনগণের স্বাস্থ্যসেবায় এক হয়ে কাজ করতে হবে’

২০১৪ জানুয়ারি ২৬ ১৭:১২:১৬
‘জনগণের স্বাস্থ্যসেবায় এক হয়ে কাজ করতে হবে’

দ্য রিপোর্ট প্রদিবেদক : ব্যক্তি চিন্তা ভিন্ন হলেও জনগণের স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য খাতের সব কর্মকর্তাকে এক হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সীমিত সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন করার কথাও বলেন তিনি।

রাজধানীর পরিবার পরিকল্পনা অধিদফতরে রবিবার বিকেলে অধিদফতরের সার্বিক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করতে চান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সম্পদ কম হওয়ায় পরিবার ছোট রাখতে হবে। দেশের মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। এ জন্য পরিবার পরিকল্পনা অধিদফতরকে আরও দায়িত্বশীল হতে হবে।’

অধিদফতরের লোকবল বাড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘লোকবল বাড়ান, তবে অথর্ব লোক নিয়োগ করবেন না। ভালো কাজ করলে আমি সাহায্য করব, খারাপ কাজ করলে কোনো সাহায্য করতে পারব না।’

প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ে সবচেয়ে বেশি আন্তরিক জানিয়ে মন্ত্রী বলেন, ‘অনেক ছোটখাটো সমস্যা আছে। এগুলোর সমাধান করতে হবে। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ভালো পরিবেশ বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা করা চলবে না।’

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এমএম নিয়াজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশে জনসংখ্যা নিয়ে কাজ করে একমাত্র প্রতিষ্ঠান হল পরিবার পরিকল্পনা অধিদফতর। অধিদফতরকে সবার কাজ মনিটরিং করতে হবে। তা হলে আমরা শিশু ও মাতৃমৃত্যু হার আরও কমাতে পারব।’

পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক গণেশ চন্দ্র সরকার অধিদফতরের বিভিন্ন কার্যক্রম মন্ত্রীর সামনে তুলে ধরে বলেন, ‘অধিদফতর অনেক ক্ষেত্রে সফলতা দেখালেও লোকবল সঙ্কটে আশানুরূপ কাজ করতে পারছে না। পর্যাপ্ত লোকবল পেলে অধিদফতর আরও ভালোভাবে কাজ করতে পারবে।’

গণেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাতসহ স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর