thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শাহজালালে স্বর্ণের বারসহ চোরাচালান চক্রের সদস্য আটক

২০১৪ জানুয়ারি ২৬ ১৭:১৭:৫১
শাহজালালে স্বর্ণের বারসহ চোরাচালান চক্রের সদস্য আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুবাই থেকে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের একটি বিমান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। এ সময় নজরুল ইসলাম (৪৩) নামে ওই সদস্যের কাছ থেকে কোটি টাকা মূল্যের ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার মো. ওয়াজেদ জানান, রবিবার সকাল সাড়ে ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট দুবাই ও কাতারের দোহা হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। আমরা আগেই সংবাদ পেয়েছিলাম নজরুল নামের যাত্রীটি চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার জুয়েলা খানমের নেতৃত্বে একটি দল এয়ারক্রাফটে তল্লাশি চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। নজরুল ইসলামের বিরুদ্ধে বিমানবন্দর থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/এএইচএ/এসকে/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর