thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল সোমবার

২০১৪ জানুয়ারি ২৬ ১৭:২৬:২০
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল সোমবার

দ্য রিপোর্ট প্রদিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম রবিবার বিকেলে দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুর ১২টায় মুঠোফোনে এসএমএস-এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। এ ছাড়াও ওয়েবসাইটে ফলাফল রাত ৯টার পর পাওয়া যাবে।’

মুঠোফোনে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে NU AT Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd/admissions ফলাফল পাওয়া যাবে।

সারাদেশে একযোগে ২৭ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনলাইনে আবেদন করা ৪ লাখ ২৬ হাজার আবেদনকারীর মধ্যে ভর্তি পরীক্ষায় ৪ লাখ ১৩ হাজার পরীক্ষার্থী অংশ নেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এসআর/এআইএম/এনডিএস/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর